ভুট্টায় ভরা সবার ঘর লালমনিরহাট স্বনির্ভর। ভূট্টার রাজধানীখ্যাত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ব্যাপক হারে ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
স্বল্প খরচে অধিক লাভ, অল্প পরিশ্রমের কারণে চাষিরা এই ফসল চাষের দিকে ঝুঁকে পড়ছে।
আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে ও চলতি রবি মৌসুমে বোরো ধানের পাশাপাশি দিগন্ত জুড়ে ভুট্টা চাষের ডানা মেলছে। কৃষকেরা ভালো বাজার দর পেলে এবার ভুট্টা চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই আশা করছেন কৃষক-কৃষাণীরা।
রংপুর বিভাগের অন্যান্য জেলার চেয়ে লালমনিরহাট জেলায় এবারও ভুট্টা চাষের প্রায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে।
ধান, পাট ও সবজির আবাদ করে কৃষকদের প্রতি মৌসুমে লোকসান হওয়ায় এবং বিগত বছরগুলোতে অনুকূল আবহাওয়া থাকায় ভুট্টার ভালো ফলন ও দাম আশানুরূপ পাওয়ায় লালমনিরহাট জেলার চাষিরা অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে প্রতি বছরই ঝুঁকে পড়ছেন কৃষকরা। এবারও ফলন ও দাম ভাল পেলে চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে। ভরা মৌসুমে প্রাকৃতিক কোনরূপ দুর্যোগ দেখা দিলে অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয় ভুট্টার তেমন একটা ক্ষতি হয় না। প্রতি বিঘায় ২০ মন থেকে ২৫ মন পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়। ধান চাষের পরেই এলাকায় কৃষি ফসলের পাশাপাশি এবারে ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।
লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ বলেন, অনেক কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি মৌসুমে ৩০হাজার ৫শত ৫০হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা এবারে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।