লালমনিরহাটে "আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই" প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘন নয়-মানবতার হোক জয় বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি ডঃ মুহাম্মদ আমিনুর রহমান মিলন, সহ-সভাপতি আদুমুল্লাহ আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমান সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদ আফরিন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ অ্যাড. মাকসুদা খাতুন মুনমুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এ বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি ডঃ মুহাম্মদ আমিনুর রহমান মিলন বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।
বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান বলেন, কেউ যদি মানবাধিকার লঙ্ঘন করে তার বিরুদ্ধে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কঠোর ভাবে আইনী পদক্ষেপ নেওয়া হবে এবং ভিকটিমকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য যে, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্ব জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.