লালমনিরহাটে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, রাসা, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা, নজীর, আরডিআরএস বাংলাদেশ, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ইএসডিও এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহ লালমনিরহাটের সহযোগিতায় এ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক (অঃদাঃ) লায়লা আকতার বানু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহসান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ৫টি ক্যাটাগরীতে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে ৫জন ও লালমনিরহাট জেলা পর্যায়ে ৫জন মোট ১০জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তাঁদের প্রত্যেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এর আগে বর্ণাঢ্য র্যালিটি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।