শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত লালমনিরহাটে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ, মহাতাঁবু জলতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সরকারের নতজানু স্বভাবের কারণে ভারত শুধু নিয়েছে, বাংলাদেশকে কিছুই দেয়নি-লালমনিরহাটে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম লালমনিরহাটে ইটভাটায় যাচ্ছে ফসলি জমির মাটি! লালমনিরহাটের সাকোয়া ব্লকে সমলয় পদ্ধতিতে ব্রিধান-৯২ ধানের বীজতলা তৈরি হচ্ছে! লালমনিরহাটের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনসংযোগ মেলার শুভ উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে দিন দিন খেজুর রসের কদর বাড়ছে! লালমনিরহাটে বিজয় দিবস রোলবল, স্পিড স্কেটিং ও রোপ স্কিপিং প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ৫নং ওয়ার্ড পৌর বিএনপি’র পুনর্গঠন উপলক্ষ্যে যৌথ কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আগাম জাতের কেশর চাষ করছে লালমনিরহাটের কৃষকেরা
লালমনিরহাটে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে!

লালমনিরহাটে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে!

লালমনিরহাট জেলার চাষিরা সরকার নির্ধারিত দামে সার কিনতে পারছেন না। পরিবেশকরা (ডিলার) চাষিদের বাদ দিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। সেই সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। সিন্ডিকেটের কারণে এরপরও চাহিদামতো সার পাওয়া যাচ্ছেন না।

 

ডিআইবি সরকারি দাম ১০৫০ টাকা হলেও কৃষকের কাছে নেয়া হচ্ছে ১০৮০ টাকা, ডিআইবি (বাংলা) সরকারি দাম ১০৫০ টাকা হলেও কৃষকের কাছে নেয়া হচ্ছে ১৬০০ টাকা, টিএসপি (মরক্কো) সরকারি দাম ১৩৫০ টাকা হলেও কৃষকের কাছে নেয়া হচ্ছে ১৪৮০ টাকা, টিএসপি (পতেঙ্গা) সরকারি দাম ১৩৫০ টাকা হলেও কৃষকের কাছে নেয়া হচ্ছে ২২০০ টাকা, টিএসপি (তিউনিসিয়া) সরকারি দাম ১৩৫০ টাকা হলেও কৃষকের কাছে নেয়া হচ্ছে ১৮০০ টাকা, এমওপি সরকারি দাম ১০০০ টাকা হলেও কৃষকের কাছে নেয়া হচ্ছে ১১৫০ টাকা, ইউরিয়া (বল) সরকারি দাম ১৩৫০ টাকা হলেও কৃষকের কাছে নেয়া হচ্ছে ১৩৮০ টাকা, ইউরিয়া (ক্যাপ) সরকারি দাম ১৩৫০ টাকা হলেও কৃষকের কাছে নেয়া হচ্ছে ১৪০০ টাকা। এভাবে সিন্ডিকেটের কারণে একই সার একেক জায়গায় একেক দামে বিক্রি হচ্ছে।

 

কৃষকরা জানান, সারের দাম বৃদ্ধির কারণ হিসেবে পরিবেশকরা সরবরাহে ঘাটতির কথা জানান। তবে কৃষকরা বলছেন, কারসাজি করে দাম বাড়ানো হচ্ছে।

 

লালমনিরহাটে এ বছর শীতকালীন সবজি চাষও চলছে। এ সময় সারের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এ সুযোগ নেন ব্যবসায়ীরা। গুদামে পর্যাপ্ত সার মজুত করে তারা দাম বাড়িয়ে দেন। সারের দামের পাশাপাশি ভুট্টা ও আলুর বীজের দামও বাড়তি।

 

উল্লেখ্য যে, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone