লালমনিরহাটে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলা। এ সদর উপজেলায় সরকারি প্রাথমিক শিক্ষার আলো ছড়াতে বর্তমানে রয়েছে মোট ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এর মধ্যে ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। বর্তমানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত/ চলতি দ্বায়িত্ব) দিয়েই চলছে বিদ্যালয়গুলোর পাঠদান থেকে প্রশাসনিক কার্যক্রম।
এতে করে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এছাড়াও দিন দিন বিদ্যালয়গুলোতে কমছে শিক্ষার গুণগত মানও।
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের লালমনিরহাট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তালিকা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো, মোগলহাট ইউনিয়নের কর্ণপুর, কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা, বোয়ালমারী, চর খাটামারী, পশ্চিম বড়ুয়া, মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরাম সরোজিনী, রমাকান্ত, সিঙ্গাদ্বার, হারাটি ইউনিয়নের আরাজি চোঙ্গাদ্বাড়া আঃ করিম মুন্সি, কিসামত হারাটি মাস্টারপাড়া, খুনিয়াগাছ ইউনিয়নের ১নং হরিণচড়া, ২নং হরিণচড়া, কালমাটিহাট, খুনিয়াগাছ চওড়াপাড়া, হরিণচড়া আদর্শ, রাজপুর ইউনিয়নের চিনাতুলি, পাগলারহাট, তাজপুর, চাংড়া আবাসন, কিশামত চিনাতুলি, গোকুন্ডা ইউনিয়নের গোকুন্ডা, গুড়িয়াদহ, মুস্তফি, কাছারীরপাড়, গোকুন্ডা মিয়াপাড়া, পশ্চিম গুড়িয়াদহ, রতিপুর, তিস্তা বালিকা, পঞ্চগ্রাম ইউনিয়নের বুড়িরদিঘি, সিন্ধুরিয়া, বৈরাগী কুমোর, বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ, মাষানকুড়া, চরবুদারু কাশিয়াবাড়ী, কলাখাওয়া, রুদ্ররাম কালীরপাঠ, উমাপতি হরনারায়ন, লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা মদনেরচক, দক্ষিণ খোর্দ্দসাপটানা, শিশুকল্যান, পরিক্ষণসহ ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে প্রধান শিক্ষক (চলতি দ্বায়িত্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো, মোগলহাট ইউনিয়নের মোগলহাট, কুরুল কালীবাড়ী নিগমানন্দ, কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট, চর শিবেরকুটি, মহেন্দ্রনগর ইউনিয়নের গবাই মধ্যপাড়া, হারাটি ইউনিয়নের হিরামানিক কাচারীরপাড়, তালুক হারাটি আব্দুস সাত্তার (মেম্বার), খুনিয়াগাছ ইউনিয়নের ২নং চোঙ্গাদাড়া, গুদামের চওড়া, টুপামারী, হাজী জফুর উদ্দিন, হরিণচড়া কুটিপাড়া, বাগডোরা, রাজপুর ইউনিয়নের জগৎবেড় কালীবাড়ী, বানিয়াটারী, গোকুন্ডা ইউনিয়নের কুর্শামারী, রতিপুর, তিস্তা কে.আর খাদেম, পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ, বড়বাড়ী ইউনিয়নের সোনাতলা, লালমনিরহাট পৌরসভার সাপটানা পুরান পাড়াসহ ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধান শিক্ষকহীন এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকেরা বলেন, যিনি (ভারপ্রাপ্ত বা চলতি দ্বায়িত্ব) প্রধান শিক্ষক, তিনি মূলত ওই বিদ্যালয়েরই একজন সহকারী শিক্ষক। ওই (ভারপ্রাপ্ত বা চলতি দ্বায়িত্ব) প্রধান শিক্ষক অফিসিয়াল কাজে অনেক সময়ই ব্যস্ত থাকেন। যার জন্য তিনি বিদ্যালয়ে নিয়মিত আসতে পারেন না। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকরাও তার নির্দেশনা সঠিকভাবে মানছেন না। যার ফলে আমাদের বাচ্চাদের পড়ালেখায় সমস্যা হচ্ছে। তাই দ্রুত এসব বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদায়ন করে শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারের বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য যে, অনেক ক্ষেত্রেই (ভারপ্রাপ্ত বা চলতি দ্বায়িত্ব) প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষককে বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকদের সঠিকভাবে পরিচালনা করতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে। অনেক সহকারী শিক্ষকই (ভারপ্রাপ্ত বা চলতি দ্বায়িত্ব) প্রধান শিক্ষকের নির্দেশনা মানতে অনীহা প্রকাশ করেন। যার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। তাই বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদায়ন খুবই জরুরি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.