লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা বটতলা মন্দির মোড় থেকে মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা পুর্ণ কাজে নির্মাণে চলছে গতিহীন। লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এ সড়ক প্রশস্থকরণ কাজ শুরু হয়েছে গত কয়েক বছর আগে। কাজের মেয়াদ শেষ হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মন্থর গতিতে কাজ চালিয়েছিল। কিন্তু বর্তমানে তা একেবারেই বন্ধ রয়েছে।
সরেজমিন লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা বটতলা মন্দির মোড় থেকে মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড মুখি সড়কে গিয়ে দেখা গেছে কাজের কোনো ধারাবাহিকতা নেই। কোথাও খোয়া ফেলে রোলার দিয়ে সমান করা হয়েছিল ইতিপূর্বেই। কোথাওবা মূল রাস্তার পাশে মাটি ফেলা হয়েছিল। আবার কোথাওবা পূর্বের রাস্তা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও বড় বড় গর্তই আছে। এতে করে উক্ত কাজের অগ্রগতি সম্পর্কে ধারনা পাওয়া কঠিন। তাছাড়া সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে সড়কটির নির্মাণ কাজে ধারাবাহিকতা না থাকায়। সেই সাথে বর্তমানে ইট, বালি ও খোয়ার ধুলায় পথচারীরা অতিষ্ট।
এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির পুর্ণ নির্মাণ কাজ করছেনা বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের অধিনস্থ এই সড়কটি ধ্বংস স্তুপে পরিণত হয়েছে, দীর্ঘদিন থেকে কার্পেটিং না করা ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
লালমনিরহাট জেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। কিন্তু অনেক দিন ধরে কার্পেটিং না করায় সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.