লালমনিরহাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ র্যাব বাজারে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন। এতে বিশেষ অতিথি ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কালাম চাঁদ, সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, ইউপি সদস্য ওবায়দুল হক, লালমনিরহাট জেলা ইমারত সমিতির সভাপতি বেলাল হোসেন, মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম, আবুল খায়ের টোবাকোর সাইফুল ইসলাম, ঢেবঢেবির বাজারের ব্যবসায়ী সাইদুল ইসলান বিপ্লব, মীম মরিয়া ফার্মেসীর মাহাবুবার রহমান, স্বাধীন ডেকোরেটারের নূরনবী মিয়া। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় বিবাহিত একাদশ চ্যাম্পিয়ন ও অবিবাহিত একাদশ রানার্স আপ হয়।