লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ বিভাগীয় পর্যায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট টুর্ণামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এইচ. এম. রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। এ সময় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে উদ্বোধনী খেলাটি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, উক্ত খেলায় আরও অংশ নিবেন লালমনিরহাট, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী জেলা। এ খেলার ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে চলতি মাসের ৯ ও১০ ডিসেম্বর এবং ফাইনাল খেলা হবে ১২ ডিসেম্বর।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.