বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপনারা দেখেছেন কয়েকটি দেশে বিপ্লব হয়ে গেছে। শ্রীলঙ্কায়, ইরাক ও মিশরে গণঅভ্যুত্থানের পরেও যেখানে পুলিশ থাকেনা বা কেউ থাকে না সেখানে বিচ্ছিন্ন হওয়াটা স্বাভাবিক। বিপ্লবীরা লেজ রেখে যান শয়তানি করে। সেটি প্রতিরোধ করে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমরা বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে আছি থাকবো, শেষ পর্যন্ত লড়াই করব।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর ৮দিনের ২য় সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই খুনি শেখ হাসিনা আমাকে নয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। আমি বলছি হাসিনার বিচার আমি মানি না মানব না। এ সময় তিনি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে আপনারা দৃষ্টান্ত হয়ে থাকবেন। যতদিন বাংলাদেশে থাকবে।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ফুটবল খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সৈয়দপুর জেলা বিএনপির পক্ষে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার প্রমুখ।
খেলায় রংপুর জেলা বিএনপি একাদশ বনাম সৈয়দপুর বিএনপি একাদশ অংশ গ্রহণ করেন।
লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ ফুটবল টুর্ণামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন। এ টুর্ণামেন্টের প্রতিটি আসরে বিএনপি'র কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। আগামী ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.