আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৪জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কাজী আব্দুস ছামাদের পুত্র ওয়ালিউল্লাহ (৩৪), নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাদপাশা গ্রামর আব্দুল হাকিমের পুত্র মুরাদ হোসেন (২৫), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরদোর গ্রামের আমজাদ হোসেনের পুত্র ইমরান হোসেন (২২), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কামাইদিয়া গ্রামের মজিবর রহমানের পুত্র মনিরুজ্জামান (৪৩)।
বৃহস্পতিবার ২৩ জুলাই বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, তারা চার/পাঁচ মাস আগে কাজ করার জন্য ভারতে গিয়েছিল। এরপর ভারত থেকে বুধবার দিবাগত রাতে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
এ সময় আঙ্গরপোতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের দহগ্রাম-আঙ্গরপোতা প্রধান পাড়া এলাকা থেকে বুধবার দিবাগত রাত ১টার সময় আটক করে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বৃহস্পতিবার বিকালে পাটগ্রাম থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজিবি।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে। আগামীকাল শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.