লালমনিরহাটে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন- “স্বপ্ন” ২য় পর্যায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবায়নে সুইডেন, মেরিকো, ইউএনডিপির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন-এঁর সভাপতিত্বে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য আসাদুল, মজিবর রহমান, আব্দুর রহিম, নুর আলম মিয়া, জোনাব আলী, সাইফুল ইসলাম, জাহেদা বেগম, শাহিদা বেগম, সেতারা খাতুন, শিক্ষক মকবুল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুকুল, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, ইউনিয়ন ওয়ার্কার ইব্রাহিম আলী, সবুজ চন্দ্র রায়, উজ্জ্বল চন্দ্র বর্মণসহ মোগলহাট ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.