লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে লালমনিরহাট চেম্বার পরিচালনা পর্ষদের- মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় লালমনিরহাটের চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ-এঁর সভাপতিত্বে লালমনিরহাটের পুরান বাজারের ব্যবসায়ী তাপস কুমার বণিক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবর রহমান। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মজিদ, হাজী গোফরান মিয়া প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আতিকুজ্জামান সোহাগ, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, শাহাদত হোসেন বাবু, কাওছারসহ অন্যান্য ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।