লালমনিরহাটে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেবের অমিয় আশীর্বাদে যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব বার্ষিকী উপলক্ষ্যে মহা-মহোৎসব ও ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের জেল রোড খোর্দ্দ সাপটানাস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন প্রাঙ্গণে সৎসঙ্গ বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মহা-মহোৎসব ও ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৎসঙ্গ বাংলাদেশ রংপুরের সহ-প্রতিঋত্বিক শ্রী অজয় দাস গুপ্ত-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ রংপুরের সহ-প্রতিঋত্বিক শ্রী নরেন চন্দ্র বর্মন। এতে প্রধান আলোচক ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলের ডেপুটি রেজিস্ট্রার পিযুষ কান্তি দাস (মানিক), রংপুরের পীরগাছা দৈউতি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক স্বপ্না রানী সরকার। এতে বিশেষ আলোচক ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের শ্রীশ্রী ঠাকুরের পুতঃ পবিত্র পাঞ্জাধারী সহ-প্রতিঋত্বিকবৃন্দ। বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উৎসব উদযাপন পর্ষদের সভাপতি সুদান চন্দ্র রায় প্রমুখ। এ সময় সৎসঙ্গ বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উৎসব উদযাপন পর্ষদের সম্পাদক শ্যামল কান্তি সেন (স্বস্ত্যয়নী)সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.