লালমনিরহাটে “শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) ৯টায় বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট শাখার আয়োজনে এ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরইএল লালমনিরহাট শাখার সভাপতি রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা অ্যাড. আবু তাহের। এতে প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার অন্যতম উপদেষ্টা অ্যাড. আব্দুল বাতেন। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী প্রফেসর লুৎফর রহমান, উপদেষ্টা হাফেজ শাহ আলম, মাওঃ হাবিবুর রহমান। ইসলামি সংঙ্গিত পরিবেশন করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি সোহেল পারভেজ প্রমুখ। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সেক্রেটারী মাওঃ আলী আজমসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট শাখার একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে লালমনিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।