লালমনিরহাটের পরম শ্রদ্ধেয় বড়বাড়ী ইউনিয়ন পরিষদের আজীবন চেয়ারম্যান, পাঙ্গারানী লক্ষ্মী প্রিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদ আবুল কাশেম সাহেবের ৫৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে- স্মৃতিচারণ ও আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া, শোক র্যালি ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খ, ম, জাকির হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন শহীদ আবুল কাশেম সাহেবের পুত্র আসাবুল হাবিব লাভলু, নাতি আহমিক হাবিব, আহনাফ হাবিব প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক, রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জাহিদ হোসেন মজনু, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শীবেন্দ্র নাথ রায় শিবু, লালমনিরহাট জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শহীদ আবুল কাশেম সাহেবের ৫৩তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় কলেজ মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা। সকাল ১১টায় মহাবিদ্যালয় চত্ত্বরে মিলাদ মাহফিল ও দোয়া। সকাল ১১টা ৩০মিনিটে শোক র্যালি ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.