লালমনিরহাটে ছাত্র জনতার গণ বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে পৌরসভার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে লালমনিরহাট পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিত কুমার বনিক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। লালমনিরহাট পৌরসভার সেবা মূলক কার্যাবলি উপস্থাপন (মাল্টিমিডিয়া) করেন লালমনিরহাট পৌরসভার শহর পরিকল্পনাবিদ এ এস এম আশরাফুজ্জামান তালুকদার। পৌর সেবায় গণ বিপ্লবের পূর্ব অবস্থা ও বর্তমান অবস্থার মূল্যায়ন করেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, পাটগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধীমান চন্দ্র রায় প্রমুখ। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়সহ লালমনিরহাট পৌরসভা ও পাটগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।