লালমনিরহাটে ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে লালমনিরহাট পৌরসভার আয়োজনে এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন এ ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কাওছার আলম-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ এসকেএস ফাউন্ডেশন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্পটি ওয়াটার এইড বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে লালমনিরহাট পৌরসভা এলাকায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য পানি, পয়ঃনিষ্কাশণ ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সংক্রান্ত রোগের কারণে দরিদ্র মা, শিশু এবং নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে আনা। সেই লক্ষ্যে প্রকল্প অনানুষ্ঠানিক স্যানিটেশন কর্মীদের এবং বেসরকারী সেক্টরের জন্য কার্যকর ব্যবসায়িক মডেলের সুযোগ তৈরি করণ, টেকসই অন্তর্ভুক্তিমূলক ওয়াশ পরিষেবা সরবরাহের জন্য সিস্টেমগুলিকে শক্তিশালী করণ, এবং ওয়াশ সংক্রান্ত বিদ্যমান প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে প্রকল্প থেকে গ্রহণযোগ্য সেরা অনুশীলনগুলি পরিমাপ করে ও নথিভুক্ত করে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশব্যাপি অনুরুপ সেবা প্রতিষ্ঠিত করা যাতে যথাযথ ওয়াশ ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র মা, শিশু এবং নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.