লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলার বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু কমাতে উপজেলা পর্যায়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম শহীদ আফজাল মিলতায়নে সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহযোহিতায় Koica এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে জননী প্রকল্পের আওতায় বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু কমাতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এইচ এম মাহমুদুল ইসলাম, উপজেলা পঃ পঃ অফিসার ডাঃ খুরশিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ জহির উদ্দীন বাবর, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুর মোর্শেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাছিমা আক্তার, তথ্য কর্মকর্তা শাহানাজ পারভীন, আই সি টি অফিসার কামরুল ইসালাম, গর্ভমেন্ট রিলেশন অফিসার মোঃ জুলফিকার আলী, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিশ্বনাথ শর্মা, প্রেসক্লাবের পাটগ্রাম সভাপতি ইফতেখার আহমেদ, প্রেসক্লাবের পাটগ্রামের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, এনজিও প্রতিনিধি ও জননী প্রকল্পের প্রতিনিধি মিসেস লাইলি ইসলাম, পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজীগনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।