লালমনিরহাট জেলা সমিতি ঢাকা’র উন্নয়ন ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় ঢাকাস্থ সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স কনভেনশন হলে লালমনিরহাট জেলা সমিতি ঢাকা’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা সমিতি ঢাকা’র সদ্য বিদায়ী সভাপতি মোঃ শফিউল আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
ইতিপূর্বে লালমনিহাট জেলা সমিতি ঢাকা’র কার্যকরী পরিষদ বিলুপ্ত হওয়ায় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।
লালমনিহাট জেলা সমিতি ঢাকা’র উপদেষ্টা পরিষদ নিম্নরুপ- প্রধান উপদেষ্টাঃ এমএ কাদের। উপদেষ্টাঃ মেজবাহ উল আজম সওদাগর (পাটগ্রাম), আলহাজ্ব শফিউল আলম (হাতীবান্ধা), রাহেদুল ইসলাম রঞ্জু (কালীগঞ্জ), ড. একরামুল হক (আদিতমারী), ফরিদা ইয়াসমিন (লালমনিরহাট সদর), রুস্তম আলী প্রামাণিক (লামনিরহাট সদর), নেয়ামুল হাসান (লালমনিরহাট সদর), আবুল বাশার সুমন (লালমনিরহাট সদর)।
উল্লেখ্য, লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা ১৯৮১খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। যাহার রেজিঃ নং- ঢ-০১৫২৭।
এর স্থায়ী কার্যালয়: সাহেরা ট্রপিকাল সেন্টার (১২তলা), বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড, ঢাকা।