লালমনিরহাটে "যে আমাদের মনে করছে আমরা তার, যে আমাদের মনে করছেনা আমরা তারও" স্লোগান নিয়ে তিন দশক পূর্তি উৎসব ২০২৪ (১৯৯৪-২০২৪ খ্রিঃ) আবৃত্তি, গান, নৃত্যানুষ্ঠান, আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাটের জেল রোড সোনালী পার্কস্থ মীর লাইব্রেরীতে সুন্দরম (একটি সৃজনশীল শিল্প মাধ্যম) এর আয়োজনে মীর লাইব্রেরীর সহযোগিতায় এ আবৃত্তি, গান, নৃত্যানুষ্ঠান, আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত হয়।
কবি ও নাট্যজন নিশিকান্ত বাউল-এঁর সভাপতিত্বে মোল্লা আজিজুল হক বাবু-এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুন্দরম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক পি. কে. বিক্রম। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সমাজসেবক ডা. জাকিউল ইসলাম ফারুকী। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মজিবর রহমান, প্রাক্তন অধ্যক্ষ প্রদীপ কুমার রায়, সুহাস সরকার গোপাল, শেখ সাইফুল ইসলাম দুলাল, সাংস্কৃতিকজন মাখন লাল দাস, রত্নাই থিয়েটারের সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, কবি সরমিন বীথি, কবি রিয়াজুল হক সরকার, কবি ফারুক আহমেদ সূর্য, সজীব কুমার দত্ত ও অর্পিতা দেব প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিব সুন্দর রায়, পূর্ণতা দাস, গঙ্গা রাণী রায় প্রমুখ। সংগীত পরিবেশন করেন সমু খন্দকার, ফারুক আহমেদ সূর্য, শিলী, শহিদুল ইসলাম, নম্রতা দাস প্রমুখ। কবিতা পাঠ করেন রিয়াজুল হক সরকার, সরমিন বীথি প্রমুখ।
এ সময় সরমিন বীথি, শিব সুন্দর বর্মন, সুহাস সরকার, আজিজুল হক মোল্লা, কামরুল হাসান, মোশারফ হোসেন, আলমগীর হোসেন, আলেয়া ফেরদৌসী লাকী, নিশিকান্ত রায়, দিশা, শুভ্রা, মোছাঃ মিশু আক্তার, রিয়াজুল হক সরকার, ডা. জাকিউল ইসলাম ফারুকী, শামীম আহমেদ, হাসিবুর রহমান, মোঃ হাফিজার রহমান, রাফেল রানা, নিরাময় কুমার, সবুজ বর্মন, ইয়াসিন আলী পাভেল, অর্পিতা দেব, খোকন সাহা, তৌহিদুল ইসলাম লিটন, মোঃ খাইরুল ইসলাম, দীপক মন্ডল, শিল্পী, সারাহ, সজিব কুমার দত্ত, সমু খন্দকার, মোঃ শহিদ ইসলাম, পূর্ণতা দাস, গঙ্গা রানী রায়, সুখমনি, নম্রতা দাস, সুশীল দাস, পূর্ণিমা দাস, দুলাল, ফারুক আহমেদ সূর্য, দেওয়ান রফিকুল ইসলাম, পি.কে. বিক্রম ও রিক্তা সূত্রধরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.