রংপুরে উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর রংপুর আঞ্চলিক টিভি উপ-কেন্দ্রকে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র হিসাবে রুপান্তর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোবাবর (২০ অক্টোবর) রংপুর নগরীর টাউন হলের সামনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক আন্দোলন রংপুরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আজিজুল হক মাসুম ও মিজানুর রহমান মিশু-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মিউজিক্যাল ব্যান্ডস্ এসোসিয়েশন'র আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সংগীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাকসুদার রহমান মুকুল, রংপুর নাট্যধারার চেয়ারম্যান কাইয়ুম খান, রংপুর নাট্যচক্রের সভাপতি আব্দুল মজিদ হিরু, রংপুর পদাতিকের সাধারণ সম্পাদক নাসির খান সুমন, বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল, গীতিকবি সংসদের সভাপতি এস এম খলিল বাবু, সাংস্কৃতিক কর্মী জাহিদ হাসেন লুসিড, ভাওয়াইয়া শিল্পী মাহমুদা আক্তার মিলা, নৃত্যশিল্পী তাশফিকুর হক তর্পন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, সাংস্কৃতিক কর্মী মামুন, রনি হাসান, হাবিব, আমিনুল হক মামুন, আতাউর আতিক, আবির, আলমগীর, শাওন, হৃদয় জেজে, বাবু, রবিন, সুমনসহ বৈষম্য বিরোধী সাংস্কৃতিক আন্দোলনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.