লালমনিরহাটে উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীদেরকে "প্রতিবন্ধী প্রজন্ম" বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং জেলা প্রশাসক এর কার্যালয় হতে "উত্তর বাংলা কলেজের গভর্নিং বডি অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে এবং অবৈধ”-এই মর্মে রিপোর্ট এর পরেও শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থা গ্রহণ না করা ও নারী শিক্ষককে সাইবার ট্রাইব্যুনালে মামলা দিয়ে হয়রানী করার বিষয়ে অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে উত্তর বাংলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না এর নিজ উদ্যোগে এ অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনশন কর্মসূচিতে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনাস্থ উত্তর বাংলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না অনশন কর্মসূচীর ব্যানার সাঁটিয়ে অনশন কর্মসূচী করেছেন মর্মে জানা গেছে।
এদিকে বিকেল ৫টা ৪০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম গিয়ে শরবত দিয়ে প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নার অনশন ভাঙেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.