লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে পদত্যাগ পত্র প্রত্যাহারের জন্য লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন (দুদু) লিখিত ভাবে আবেদন করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন (দুদু) স্বাক্ষরিত এ পদত্যাগ পত্র প্রত্যাহার আবেদন প্রদান করেন।
পদত্যাগ পত্র প্রত্যাহারের অনুরুপ আবেদন পত্র লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরেও প্রদান করেন।
মোঃ রুহুল আমিন (দুদু) স্বাক্ষরিত পদত্যাগ পত্র প্রত্যাহারে উল্লেখ করা হয় যে, আমি মোঃ রুহুল আমিন (দুদু), পিতাঃ মৃতঃ ওয়াহেদ আলী, মাতাঃ মৃতঃ কুলসুম বেগম, গ্রামঃ ঢাকনাই, হারাটি, পোস্টঃ মহেন্দ্রনগর, উপজেলা ও জেলাঃ লালমনিরহাট। আমি প্রধান শিক্ষক লোহাখুচি উচ্চ বিদ্যালয় লালমনিরহাট এ কর্মরত আছি। গত ১৯/৮/২০২৪ রাত থেকে আমাকে কিছু রাজনৈতিক ব্যক্তি আমাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করার জন্য নানান ভাবে হুমকি দিয়ে আসছিলো। আমার বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলছিলো। প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের ফলাফল সন্তসজনক। এ ছাড়াও অবকাঠামো উন্নয়ন হয়েছে অনেক যা দেখে অনেকেই খুশি। বিদ্যালয় চলাকালে গত ২০/৮/২০২৪ তারিখ অনুমানিক বেলা ১১টা থেকে কিছু ব্যক্তি অচেনা তারা বিদ্যালয়ে অনুপ্রবেশ করে ছাত্র-ছাত্রীদের ক্লাস রুম থেকে জোরপূর্বক নামিয়ে বিদ্যালয়ের অবকাঠামো ক্ষতি করে। তারা আমার কক্ষে জোরপূর্বক প্রবেশ করে এবং আমাকে লাঞ্চিত করে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলে প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করবি না হলে বাড়ি জ্বালিয়ে দিয়ে মেরে ফেলা হবে। তাই আমি প্রাণ রক্ষার্থে আপনার নিকট বিশেষ মুহুর্তে পদত্যাগ পত্র দিয়েছি। গত ২১/৮/২০২৪ তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টার বক্তব্য গণমাধ্যমে শুনে জানতে পারলাম যে রাজনৈতিক কারনে কোন প্রধান শিক্ষককে পদত্যাগ করা যাবে না। সেটি অন্যায়। তাই আমি আমার পদত্যাগ পত্রটি প্রত্যাহারের জন্য আপনার নিকট আবেদন করছি। অতত্রব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার আবেদনটি গ্রহণ করে পদত্যাগ পত্রটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।
এদিকে বৃহস্পতিবার (২২ আগস্ট) মোঃ রুহুল আমিন (দুদু) স্বাক্ষরিত লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ বরাবরে নিরাপত্তার জন্য সাধারণ ডায়রীতে উল্লেখ করা হয় যে, আমি লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার কর্মস্থল লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। আমার কর্মস্থলে এসে এলাকার কিছু ব্যক্তি নানান ভাবে হুমকি দিয়ে আসছে গত ১৯/৮/২০২৪ থেকে। এ ছাড়াও বাজারে আসলে অজানা মোবাইল নাম্বার থেকে ভয়ভীতি দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। তারা বার বার বলে পদত্যাগ করতে। এ ছাড়াও আমার পরিবারের সদস্যদেরও নানান ভাবে হুমকি দেয়। আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি জানিয়ে আমি আপনার থানায় সাধারণ ডায়রী খানা দায়ের করলাম। অতত্রব, বিষয়টি বিবেচনার জন্য ও ডায়রী খানা অর্ন্তভূক্ত করার জন্য আবেদন করছি।
উল্লেখ্য যে, লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন (দুদু) স্বাক্ষরিত লিখিত আবেদন পত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ পেয়েছেন মর্মে জানা গেছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.