নতুন সনদ
-হেলাল হোসেন কবির ::
হে শাসক-
তোমাদের জুলুমে দেশবাসী নতুন করে সনদ চায়
কতদিন বেঁচে থাকবে কতজন, তার অধিকার দাও।
দেশটাকে নতুন গ্রহ বানিয়ে কোন খেলায় মেতেছো?
বোবা লোকটা আর জবান ফিরে পেতে চায়না
অন্ধ আর দৃষ্টি ফেরার জন্য অপেক্ষা করে না
কেননা, কোটি কোটি জনতার আর্তনাদ কানে বাজে।
তোমাদের কান্ড দেখে-
পুলিশের সামনে বুক পেতে দেয়া যুবকের চোখে জল
সেই জলে পুরানো সনদ ভিজে গেছে।
মিছিলে রক্ত ঝরা ছেলেটার মুখ লুকিয়ে রাখে
আবু সাইদ আর মুগ্ধদের স্বপ্ন নষ্টের পথে।
স্বদেশ জ্বলছে প্রতিদিন
মানুষ গুলি খেতে চায়
তবুও বাজারে যেতে চায় না!
শাসক বলি কারে-
হুয়া হুক্কা হুয়ায় শত্রুর পতন
চারদিকে শূণ্যতা তবুও উন্নয়নের কথা।
উচ্চ গতি বাজারে পদক্ষেপ জমা দিবো কাকে
ভিনদেশি গিরগিটিরা নতুন রূপে
ঠোঁটের তার তাজা রেখে হাসি বদলায়।
মনে করে দেখুন-
অবৈধ শাসকেরাই
সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছায় কথা শুনেন না
এই না শুনতে শুনতে ভীষণ ভাবে স্বৈরাচার হয়ে যায়।
সবকিছু শক্তিমান, হাতের কাছে কোন কিছু নেই
চেয়ারে চেহারা বদল হলেও মানুষের অসহায় দুর হয়না
বসে কেন হুংকার, বাজারে জুড়ে হাহাকার...
১৩ অক্টোবর ২০২৪
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.