লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খারুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের মাধ্যমে এ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত পথ নাটক প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল। এ সময় প্রকল্পের কর্ম এলাকার ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত পথ নাটকটি দেখতে প্রকল্পের সদস্য ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সর্বসাধারণ ও উইনরক ইন্টারন্যাশনালের রিজিয়োনাল কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ এরফান মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পথ নাটকটির মাধ্যমে এলাকার মানুষকে দুর্যোগের ঝুঁকিসমূহ ও ঝুঁকি মোকাবেলায় করনীয় বিষয় সম্পর্কে অবগত করা হয়।
এছাড়াও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের গুরুত্ব সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
উল্লেখ্য যে, প্রকল্পটি উইনরক ইন্টারন্যাশনালের সহোযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর মাধ্যেমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি উপজেলা ও ১৪টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.