লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুদের সকল ধরনের নির্যাতন হতে সুরক্ষিত এবং সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অভিভাবক, পরিচর্যাকারী, পরিবারের সদস্য, প্রকল্প এলাকায় সম্প্রদায় এবং এনজিও কর্মীদের সমন্বয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের পড়শী কার্যালয়ে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)র বাস্তবায়নে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এ একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক ছিলেন পড়শীর নির্বাহী পরিচালক এম ছাইদুল হক। এ সময় সিএসআইডির এসিস্ট্যান্ট ট্রেইনিং অফিসার মালা রাণী রায়, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী এনামুল হক টিপু, চন্দ্রপুর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, শিক্ষক জেসমিন আক্তার, পড়শীর কোষাধ্যক্ষ রুবি আক্তারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দিন ব্যাপী প্রশিক্ষণে ইনক্লুসিভ চাইল্ড প্রোটেকশন সিস্টেমস এ্যাট ন্যাশনাল এন্ড সাব-ন্যাশনাল লেভেলস টু প্রটেক্ট চিলড্রেন উইথ ডিজঅ্যাবিলিটিস প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণী পেশার ২০জন অংশ গ্রহণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.