বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট থেকে লালমনিরহাট সদর থানায় তাপসী তাবাসসুম উর্মির নামে মামলা করেছে লালমনিরহাটের ছাত্র প্রতিনিধিরা।
বুধবার (৯ অক্টোবর) বিকালে ছাত্র প্রতিনিধি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।
তাপসী তাবাসসুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার এর দায়িত্ব পালন কালে ৫ই অক্টোবর তার নিজের ফেসবুক আইডি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে কটুক্তি করা এবং অন্তর্বর্তী সরকারকে হুমকি মূলক পোস্ট করে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতা মূলক অপরাধ করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছাত্র বিন্দুসহ তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল বাদী হয়ে মামলা দায়ের করে।
আখলাক আলী, সাল ওয়াহ্ হাবিব ধ্রুব ও রুহুল আমিনকে সাক্ষী করে এ মামলা লালমনিরহাট সদর থানায় দায়ের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট।
মামলার বাদী তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন, আমরা মামলাটি পেয়েছি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, আমি অভিযোগ দেওয়ার বিষয়টি শুনেছি। এখনো কাগজ পাইনি। এখন এ বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় দেখবে।
তার অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক জানান, ঘটনার দিন থেকে তার সাথে আমাদের কোন যোগাযোগ নেই, এমনকি আমরা যোগাযোগের প্রয়োজন ও বোধ করিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.