লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে যান্ত্রিক বিভাগের দক্ষ ও অভিজ্ঞ এবং মেধাবী রেলওয়ের শুদ্ধাচার ও শ্রেষ্ঠ উদ্ভাবক পদক জয়ী প্রকৌশলী তাসরুজ্জামান বাবুর পদ অবনমন করে নিম্ন পদে বদলি বাতিল এবং পূর্ব পদে ফিরিয়ে আনার দাবিতে গত রোববার দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরে রেলওয়ে ফেসবুক ফ্যানস ও সাধারণ শিক্ষার্থী বৃন্দের ব্যানারে মানব বন্ধন হয়েছে।
পরে একই দাবিতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরের ব্যবস্থাপক (ডিআরএম) মাধ্যমে একটি লিখিত স্মারকলিপি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর দাখিল করা হয়।
স্মারকলিপি ও মানববন্ধনে উল্লেখ করা হয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকের) মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে যে, লালমনিরহাট রেলওয়ে যান্ত্রিক বিভাগের (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মোঃ তাসরুজ্জামান বাবুকে অন্যায় ভাবে তাঁর বর্তমান পদ থেকে অবনমন করে নিম্ন পদে বদলি করা হয়েছে। এর পিছনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানসহ রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ জড়িত আছেন।
মানববন্ধন আয়োজকরা লিখিত স্মারকলিপিতে উল্লেখ করেন যে, এরপর ঘটনাটির সত্যতা যাচাই ও নেপথ্যে কারণ উদঘাটনের পর্যায়ে জানা যায় যে, প্রকৌশলী মোঃ তাসরুজ্জামান বাবু বাংলাদেশ আমলে দেশের প্রথম স্বয়ংক্রিয় রেলওয়ে ট্রার্ণ টেবিল নিজস্ব পরিকল্পনায় রেলওয়ের অব্যবহ্রত মালামাল ব্যবহার করে স্বল্প খরচে/ ব্যয়ে নির্মাণ করেছেন। এতে সারা দেশে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। লালমনিরহাটসহ দেশের নানা প্রান্ত থেকে এই টার্ন টেবিল দেখার জন্য অনেক মানুষ এখানে আসেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় যে, রেল কোচের নিজস্ব প্রযুক্তিতে হুইল সেট গাইড তৈরির মতো যুগান্তকারী উদ্ভাবন তিনি উপহার দিয়েছেন। লালমনিরহাট রেলওয়ে ক্যারেজ ডিপোর কাজের মান উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। লালমনিরহাট রেলওয়ে ক্যারেজ ডিপোর সাধারণ কর্মচারীদের সমস্যার কথা চিন্তা করে তিনি তাদের সুবিধার জন্য দেশ স্বাধীনের পর লালমনিরহাটে প্রথম কোচ লিফটিং হুইটিং জ্যাক ও রি-রেইলিং ইকুইপমেন্ট টেন্ডার আহবান করে তা কিনে দেওয়ার ব্যবস্থা করেন।
স্মারকলিপিতে প্রকৌশলী মোঃ তাসরুজ্জামান বাবুকে স্বপদে বহালসহ বদলি আদেশ বাতিল করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া তার প্রতি করা এ অন্যায় ও অবিচারের সঠিক তদন্ত করে দায়ী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট রেলওয়ে ফেসবুক ফ্যান গ্রুপের সদস্য ও শিক্ষার্থী অরিত্র দেব, ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থী রুপক রায় প্রমুখ।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, প্রকৌশলী মোঃ তাসরুজ্জামান বাবুর দক্ষতা ও অভিজ্ঞতাসহ উদ্ভাবনী কাজে ঈর্ষান্বিত একাধিক রেলওয়ে প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি রেলওয়ের সুবিধা ভোগী একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট লোকজন তাদের স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয়ে এই কাজ করতে রেলওয়ের উর্ধতন মহলকে কাজে লাগিয়েছে।
এখানে উল্লেখ্য যে, রেলপথ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত প্রথম শুদ্ধাচার পদকজয়ীদের মধ্যে অন্যতম (২০১৮-২০১৯) ও সেরা উদ্ভাবক-২০২৪ পদকজয়ী এই প্রকৌশলী তাসরুজ্জামান বাবুর লেখা বেশ কিছু সায়েন্স ফিকশন বই প্রকাশিত হয়েছে। তিনি রুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলর ডিগ্রি লাভ করার পর ডুয়েট থেকে একই বিষয়ে মাস্টার্স এবং এডিবি স্কলার হিসেবে জাপানের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিপ্স থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে জিরো কার্বন এমিশন এর মাধ্যমে রেলওয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) চালানোর বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত পিএম ফেলোশিপ-২০২৪ এর জন্য মনোনীত হয়েছেন।
এখানে উল্লেখ যে, প্রকৌশলী তাসরুজ্জামান বাবুর দক্ষহাতে স্বল্প খরচে বাংলাদেশ আমলে দেশের প্রথম রেলওয়ে টার্নটেবিল নিয়ে ২০২৪ সালে প্রথম আলো, কালবেলা, সাপ্তাহিক আলোর মণি, যমুনা টিভি, বৈশাখী টিভিসহ বিভিন্ন মিডিয়ায় সচিত্র বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এমন একজন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী মোঃ তাসরুজ্জামান বাবুর পদ অবনমন করে নিম্ন পদে বদলি করার ঘোষণায় লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরের অনেকে হতাশা প্রকাশ করেছেন। উল্লেখ্য যে, প্রকৌশলী মোঃ তাসরুজ্জামান বাবুকে চলতি বছরের ১ অক্টোবর রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পারসোনেল-১ থেকে উপপরিচালক মোঃ আবরার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বদলি আদেশ জারি করা হয়েছে।
প্রকৌশলী মোঃ তাসরুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাকে পঞ্চম গ্রেডের চলতি দায়িত্ব থেকে ষষ্ঠ গ্রেডে অবনমন করে লালমনিরহাট বিভাগীয় দপ্তরের পারসোনেল অফিসার (ডিপিও) পদে বদলি করা হয়েছে। আমি মৌখিক ভাবে বিষয় টি পুন বিবেচনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। তিনি আর কিছু বলতে রাজি হননি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোঃ আবদুস সালাম এক প্রশ্নের জবাবে বলেন, রেলওয়ে ফেসবুক ফ্যানস ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সংক্রান্ত একটি লিখিত স্মারকলিপি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট অবগত করা হবে। তিনি আর কিছু বলতে রাজি হননি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.