লালমনিরহাট জেলা সদরের ১নং মোগলহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাকেয়া টেপায় নিজ বাড়িতে থাকা ভুল কীটনাশক প্রয়োগে পুড়ে গেছে কৃষকের ধানক্ষেত।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা এলাকায়।
জানা যায়, ওই এলাকার মোঃ আহসান হাফিজ হিরু (৫৩) নামের এক কৃষকের ৩দোন জমিতে আমন ধান চাষ করেন। ধান ক্ষেতে পোকা-মাকোড়ের আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগের জন্য সম্প্রতি কৃষি শ্রমিকদ্বারা বাড়িতে থাকা ভুল করে ঘাস মারার কীটনাশক স্প্রে করেন। এতে করে পুড়ে গেছে উক্ত কৃষকের আমন ধানক্ষেত।
উক্ত আমন ধান ক্ষেতে ঘাস মারা কীটনাশক প্রয়োগের পর থেকে ধান ক্ষেতে গিয়ে দেখেন ৩দোন মাটির পুরো ধান ক্ষেত পুরে গেছে। মরে গেছে ধানের গাছগুলো এবং ঘাস ও লতাপাতা।
এছাড়া ধীরে ধীরে আমন ধানের গাছের গোড়া পর্যন্ত পঁচে গেছে। ক্ষেতের ধান পুড়ে আনুমানিক ৪৫হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার।
উক্ত আমন ধান ক্ষেত ছাড়াও ঘাস মারা স্প্রে সবজি ক্ষেতেও প্রয়োগে মোঃ আহসান হাফিজ হিরু (৫৩) ও বাবুল (৬০) এর সবজি ক্ষেত পুড়েছে।