গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক প্রাথমিক শিক্ষা পদক লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণ নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও লালমনিরহাট প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব স্বপন কুমার রায় চৌধুরী এবং লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি এইচ এম রকিব হায়দার স্বাক্ষরিত শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা সূত্রে জানা যায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক: দোলাপাড়া সপ্রাবি সহকারী শিক্ষক মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা: তিস্তা বালিকা সপ্রাবি সহকারী শিক্ষিকা মোছাঃ শাহনাজ পারভীন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক: পারুলিয়া সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা: মধ্য গোপালরায় সপ্রাবি প্রধান শিক্ষিকা মোছাঃ সাবিরা বেগম। শ্রেষ্ঠ কাব শিক্ষক: ভাদাই পশ্চিমপাড়া সপ্রাবি সহকারী শিক্ষক নিত্যানন্দ বর্মন। শ্রেষ্ঠ কর্মচারী: কম্পিউটার অপারেটর মোঃ ওমর ফারুক। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার: কালীগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার রনবীর কুমার রায় নায়েক। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (উপজেলা রিসোর্স সেন্টার): আদিতমারী ইন্সট্রাক্টর মোহাম্মদ সামছুল আলম। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই): লালমনিরহাট পিটিআই ইন্সট্রাক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুন। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার: লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়: কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা পর্যাযে শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণ রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন মর্মে জানা গেছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.