লালমনিরহাটে “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার” স্লোগান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান মানবাধিকার নেতা ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সহিংসতা অবসানের দাবিতে ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার যৌথ আয়োজনে এ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব প্রশান্ত সেন-এঁর সভাপতিত্বে সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব রতন রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।