লালমনিরহাটে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল এস্টেট অফিস ও রেলওয়ে ল্যান্ডস্ এন্ড বিল্ডিংস বিভাগ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলা শহরের বি ডি আর রোডের বসুন্ধরা মার্কেট এলাকায় এ অভিযান শুরু হয়।
ওই এলাকার ব্যবসায়ী শরীফ মোঃ আতাউল্লাহ্ সরকার এর ব্যবসা প্রতিষ্ঠানে এ উচ্ছেদ অভিযান চালায়।
ওই ব্যবসায়ী রেলওয়ের ১হাজার বর্গফুট জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। এর আগে রেল কর্তৃপক্ষ তাকে ৩দফা নোটিশ প্রদান করেন। কিন্তু সে জায়গা ছেড়ে না দেয়ায় আদালতে মামলা দায়ের হয়। মামলার রায়ের প্রেক্ষিতে ভেক্যু দিয়ে স্থাপনা গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ।
এ উচ্ছেদ অভিযানের সময় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল এস্টেট অফিস ও রেলওয়ে ল্যান্ডস্ এন্ড বিল্ডিং বিভাগের ডেপুটি কমিশনার পূর্ণেন্দু দেব, সহকারী কমিশনার (জে এম শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম ঊর্মিসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ব্যবসায়ী শরীফ মোঃ আতাউল্লাহ্ সরকারের বক্তব্য জানা যায়নি।