তুলা উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম রংপুর জোনের লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তদারকির জন্য মাঠ পরিদর্শন করেছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার তুলা উন্নয়ন প্রকল্পের মাঠ পরিদর্শন করেছেন তিনি।
এ সময় তিনি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা, কর্ণপুরসহ অন্যান্য এলাকায় সরেজমিনে প্রদর্শনী তুলার প্লট পরিদর্শন করেন।
এ সময় তুলা উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম লালমনিরহাট সদর উপজেলার পর্যায়ের কটন ইউনিট অফিসার মোঃ রেজাউল করিম চাষিদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় তুলা চাষী বৈদ্ধনাথ রায়সহ অন্যান্য তুলা চাষীগণ উপস্থিত ছিলেন।
তুলা উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই প্রকল্পের মাধ্যমে চাষিদেরকে বিনামূল্যে তুলাবীজ, সার, অনুসার, কীটনাশক ও আগাছানাশক বিতরণ করা হচ্ছে। লালমনিরহাট জেলার চাষিদের তুলাচাষের মাধ্যমে কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায় সে লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে চাষিরা তুলার পাশাপাশি হাইব্রিড তুলার চাষ করছে এবং এতে আর্থিকভাবে লাভবান হচ্ছে। তুলা উন্নয়ন বোর্ড চাষিদেরকে বিভিন্ন কৃষি উপকরণ ছাড়াও আধুনিক প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল আর সেবা দিয়ে যাচ্ছে আর এতে চাষীরা উদ্বুদ্ধ হয়ে তুলা চাষে আগ্রহ পাচ্ছে। সেই সাথে সাথী ফসল হিসেবেও তুলা চাষ করছেন চাষীরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.