লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের হলরুমে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খুনিয়াগাছ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল-এঁর সভাপতিত্বে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, প্রকল্পের কর্ম এলাকার মেম্বারগণসহ ২৬জন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় মানব পাচার কমিটির সদস্যদের দ্বায়-দ্বায়িত্ব, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া ও সারভাইভার সেবা বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।
উক্ত কর্মশালাটি পরিচালনা করেন অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ লুৎফর রহমান এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।
সভাপতির বক্তব্যে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল প্রকল্পটির মানব পাচার বিষয়ক কর্মশালা আয়োজনের জন্য গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনাল এর প্রসংশা করেন।
উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি উপজেলায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনতে কাজ করছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.