আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: এক রাতের বৃষ্টিতেই লালমনিরহাট পৌরসভায় প্রায় ৩হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দোষারোপ করলেন লালমনিরহাট পৌরবাসী। গতকাল শনিবার রাত সোয়া ১টা থেকে অবিরাম বৃষ্টির কারণে লালমনিরহাট পৌরসভায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে গেছে পাকা সড়ক, বাড়ি-ঘরসহ প্রায় ৩হাজার পরিবারের কমপক্ষে ১৫হাজার মানুষ। কোথাও কোথাও ড্রেন আছে কিন্তু ড্রেনের মুখ খুলে না দেয়ায় পানি নামতে না পাড়ায় দেখা দেয় এই জলাবদ্ধতা।
এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবু জাহেদ ভুট্টু ও লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু সাংবাদিকদের বলেন, বৃষ্টি হওয়ায় পানিবন্দি হয়েছে, ফের পানি নেমে যাবে। তাছাড়াও জনগণের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কর্মচারীরা বিভিন্ন ওয়ার্ডে ড্রেনে দ্রুত পানি নামিয়ে দেয়ার কাজ করছে।
এদিকে ভুক্তভোগি নাগরিকরা বলছেন, কোটি কোটি টাকা খরচ করে অপরিকল্পিত ড্রেন নির্মাণ করায় জনগণের ভোগান্তি চরম পর্যায়ে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.