লালমনিরহাটে “বহুদলীয় গণতন্ত্র ও দূর্নীতি মুক্ত সাম্যের বাংলাদেশ আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠিত হয়।