দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন যুবদলের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা।
সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "বড়খাতা ইউনিয়ন যুবদল, হাতীবান্ধা, লালমনিরহাট এর সভাপতি/ সাধারণ সম্পাদক সহ কমিটির নেতৃবৃন্দ দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায়, বড়খাতা ইউনিয়ন যুবদল, হাতীবান্ধা, লালমনিরহাট এর সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হইল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কমিটির কেহ দলীয় পরিচয় বহন করিতে পারিবে না।"
এ ব্যাপারে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে উপরিউক্ত কমিটির ব্যক্তিদেরকে সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সভাপতি/ সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি/ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।
এদিকে সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "মোঃ মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ, লালমনিরহাট জেলা যুবদল, লালমনিরহাট ও মোঃ শফিকুল ইসলাম রুবেল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, জেলা যুবদল, লালমনিরহাট। আপনারা গত ২৭-১২-২০২৩ইং সেচ্ছায় দল হইতে পদত্যাগ করিয়াছেন, ইতোমধ্যে আপনাদের পদত্যাগ পত্র গৃহিত হয়েছে। তাই পদত্যাগী নেতৃবৃন্দের কোন অপকর্মের দায় দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীর সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।"
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.