লালমনিরহাটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি অঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লালমনিরহাট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়-এঁর সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শিবেন্দ্র নাথ রায় শিবু-এঁর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, লালমনিরহাট মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান, শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দিরের সভাপতি শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী গুরুচরণ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি শ্রী দুলাল কর্মকার। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি সুবল চন্দ্র বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়সহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.