শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ, মহাতাঁবু জলতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সরকারের নতজানু স্বভাবের কারণে ভারত শুধু নিয়েছে, বাংলাদেশকে কিছুই দেয়নি-লালমনিরহাটে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম লালমনিরহাটে ইটভাটায় যাচ্ছে ফসলি জমির মাটি! লালমনিরহাটের সাকোয়া ব্লকে সমলয় পদ্ধতিতে ব্রিধান-৯২ ধানের বীজতলা তৈরি হচ্ছে! লালমনিরহাটের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনসংযোগ মেলার শুভ উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে দিন দিন খেজুর রসের কদর বাড়ছে! লালমনিরহাটে বিজয় দিবস রোলবল, স্পিড স্কেটিং ও রোপ স্কিপিং প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ৫নং ওয়ার্ড পৌর বিএনপি’র পুনর্গঠন উপলক্ষ্যে যৌথ কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আগাম জাতের কেশর চাষ করছে লালমনিরহাটের কৃষকেরা সাধারণ মানুষের ভোগান্তির এক নাম জেলা প্রশাসকের কার্যালয়
বাংলাদেশ রেলওয়েতে অর্ধশতাধিক শ্রমিক ছাটাই

বাংলাদেশ রেলওয়েতে অর্ধশতাধিক শ্রমিক ছাটাই

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের অধীনে কর্মরত ৫৮জন শ্রমিক ছাটাইয়ের অভিযোগ উঠেছে। করোনা পরিস্থিতিতে বকেয়া ভাতা পরিশোধ না করেই শ্রমিক ছাটাই করায় অর্থ কষ্টে পড়েছেন শ্রমিকরা।

 

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক বিভাগের অধীনে রেল ক্রসিংয়ে অস্থায়ী গেটম্যান নিয়োগ দেয়া হয়। যা স্থায়ী গেটম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত বার্ষিক নবায়নের মাধ্যমে চলমান থাকবে। লালমনিরহাট বেলওয়ে বিভাগে এমন শ্রমিক কর্মরত রয়েছেন ১০৮ জন। যারা দৈনিক ৪শত টাকা মজুরি হিসেবে উন্নয়ন খাত থেকে প্রতি মাসে ১২হাজার টাকা বেতন পান।

 

প্রতি বছর নবায়নযোগ্য এসব শ্রমিক ৩বছর সততার সাথে দায়িত্ব পালন করলে তাদেরকে রাজস্ব খাতে স্থান্তারিত করা যাবে মর্মে ২০০৩ সালে মন্ত্রী পরিষদ বিভাগেও নীতিগত ভাবে সিদ্ধান্ত নেয়া হয়। যার স্মারক নং মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১।

 

এরপর ২০১৭ সালে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া এসব শ্রমিককে একই পদে রাজস্ব খাতে নিয়োগ প্রদানের ব্যবস্থা করতে মহামান্য হাইকোর্ট নির্দেশনা জারি করেন। যার প্রেক্ষিতে একই সালের ৩ ডিসেম্বর এসব শ্রমিককে রাজস্ব খাতে আত্মীকরণের ব্যবস্থা করতে বাংলাদেশ রেলওয়ের সকল বিভাগীয় কার্যালয়ে নির্দেশনা জারি করে পত্র পাঠান রেলভবনের সংস্থাপন শাখার উপ-পরিচালক কামাল শেখ।

 

স্থায়ী ও রাজস্ব খাতে নিয়োগের সুযোগ পেয়ে লালমনিরহাট রেলওয়ের ট্রাফিক বিভাগ মোটা অঙ্কের টাকার নিয়োগ বাণিজ্যে মেতে উঠে বলে শ্রমিকদের অভিযোগ। এ বাণিজ্য করতে উচ্চ আদালতের নির্দেশ অমান্য ও করোনা দূর্যোগে দীর্ঘ ৯/১০বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের ছাটাই শুরু করে বলে অভিযোগ শ্রমিকদের।

 

করোনাকালে অফিস ও রেল যাত্রীসেবা সীমিতকরণ করার সুযোগে গত ২ জুলাই  জি/এলসি/বিবরণ/১২/পর্ব-২নং স্মারকের পত্রের মাধ্যমে রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় এলাকার ৫৮জন অস্থায়ী গেটম্যানকে (টিএলআর) ছাটাই করেন বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) স্নেহাশীষ দাশ গুপ্ত।

 

করোনা দুর্যোগে দুই মাসের বকেয়া বেতন না পেয়ে আর্থিক সংকটে পড়া এসব শ্রমিক চাকুরী হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। শ্রমিক ছাটাইয়ের চিঠি বাতিল করে তাদের চাকুরী বহালের দাবিতে চাকুরীহারা ৫৮শ্রমিক রেলমন্ত্রীসহ রেল ভবনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

সম্প্রতি এমন ঘটনায় শ্রমিকদের আন্দোলনের মুখে সেই ছাটাই চিঠি বাতিল করতে বাধ্য হন রেলওয়ে পাকশী বিভাগ। লালমনিরহাট বিভাগেও পেট বাঁচাতে এমন আন্দোলনের হুমকি দিয়েছেন শ্রমিকরা।

 

চাকরি হারা কাউনিয়ার গেটম্যান আমিনুর রহমান সাজু বলেন, করোনাকালে দুই মাস ধরে বেতন পাচ্ছি না। স্ত্রী অন্তঃসত্বা হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ দিকে চাকরি চলে গেলো। চাকরি ফিরে পেতে বিভিন্ন দফতরে ছুটছি কোনো কাজ হচ্ছে না। এতোদিনের চাকরি হঠাৎ চলে গেলে সংসার চালাবো কিভাবে!

 

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

এদিকে দীর্ঘ ৯বছরের চাকরি হঠাৎ চলে যাওয়ার চিঠি পেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালমনিরহাট জেলার ভোটমারী স্টেশনের গেটম্যান বিনয় বর্ম্মণ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone