বিশৃঙ্খলা সৃষ্টি কার্যকলাপের দ্বারা জনমনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় লালমনিরহাটের পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম মমিন ও পৌর যুবদলের ৬নং ওয়ার্ডের তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন-কে যুবদলের দলীয় পদ ও কার্যক্রম স্থগিত, কারণ দর্শানোর পত্র প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে দলীয় পদ ও কার্যক্রম স্থগিত, কারণ দর্শানোর পত্র প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "মোঃ মমিনুল ইসলাম মমিন, যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল, লালমনিরহাট। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাকে একাধিকবার মৌখিকভাবে নিষেধ করা সত্ত্বেও গত ১৮-০৮-২০২৪ইং তারিখে লালমনিরহাট সদর হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, আপনার এহেন কার্যকলাপের দ্বারা জনমনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় আপনার দলীয় পদ ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমতাবস্থায় কেন আপনাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না, তাহা পত্র প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হলো। ও মোঃ রোকনুজ্জামান রোকন, তথ্য ও যোগাযোগ সম্পাদক, ৬নং ওয়ার্ড পৌর যুবদল, লালমনিরহাট। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনি গত ১৮-০৮-২০২৪ইং তারিখে লালমনিরহাট সদর হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, আপনার এহেন কার্যকলাপের দ্বারা জনমনে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় আপনার দলীয় পদ ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমতাবস্থায় কেন আপনাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না, তাহা পত্র প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হলো।"
এ ব্যাপারে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, উপরিউক্ত ব্যক্তিদেরকে দলীয় পদ ও কার্যক্রম স্থগিত, কারণ দর্শানোর পত্র প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, দলীয় পদ ও কার্যক্রম স্থগিত, কারণ দর্শানো পত্র প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সভাপতি/ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট ও সভাপতি/ সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.