আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বহুল পরিচিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তণ শিক্ষার্থীদের সমন্বয়ে অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
আজ শনিবার ১৮ জুলাই নাসির উদ্দিন বাবুকে আহ্বায়ক করে ৩১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন বাবু বলেন, “ভ্রাতৃত্ববন্ধনের অন্যতম সেতুবন্ধন হিসেবে কাজ করবে আমাদের অ্যালামনাই এসোসিয়েশন। তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নকে মাথায় রেখে প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণও আমাদের উদ্দেশ্য। তাছাড়া প্রাক্তণদের মধ্যে কেউ আর্থিক অস্বচ্ছলতার মধ্যে কাটালে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।”
সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন নাদিম জানান, পলিটেকনিকে রয়েছে হাজারও স্মৃতি, পেয়েছি অনেক কিছু এখান থেকে, এবার যদি সে প্রতিষ্ঠানকে কিছু দিতে পারি, এটাই হবে আমাদের স্বার্থকতা।
উল্লেখ্য যে, বিগত দিনে অসুস্থ একজন সদস্যের চিকিৎসার জন্য লক্ষাধিক অর্থ সহযোগিতাসহ নানান সেবামূলক কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি। সংগঠনটির নেতৃস্থানীয় সদস্যরা জানান ভবিষ্যতেও নানান সেবামূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের লক্ষ্য।