দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নূর ইসলাম-কে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা।
বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে- মোঃ নূর ইসলাম, আহবায়ক, গোতামারী ইউনিয়ন বিএনপি, হাতীবান্ধা, লালমনিরহাট কে আহবায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।"
এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।
এদিকে সোমবার (১২ আগস্ট) লালমনিরহাটে বিএনপির ২জন নেতাকে অব্যাহতি ও ৪জন নেতাকে বহিষ্কার করেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ নূর জামান হক ও হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল মোত্তালেব, ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সাদেকুজ্জামান সেলিম, রেজাউল হোসেন, জয়নাল আবেদীন, ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপির সদস্য মোফাজ্জল হোসেন মক্কা-কে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি/ বহিষ্কার প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.