লালমনিরহাটে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন বলেন, লালমনিরহাটে সংখ্যালঘুর উপর কোন হামলা হয়নি এটি একটি গুজব কোনো স্বার্থানন্বেষী মহল ছড়িয়েছে কিভাবে অস্থিতিশীল করা যায় এই গুজবের ফলে সীমান্তের ঢল নেমেছে যাতে দেশকে অস্থিতিশীল করা যায় তিনি শনিবার (১০ আগস্ট) দুপুরে লালমনিহাটের হাতীবান্ধা থানা হলরুমে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আপনাদের উপর কোন হামলা হবে না যেহেতু কোন হামলা হয় নাই সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা নিজ নিজ বাসা বাড়িতে থাকুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তা রাখতে পারব। দেশে কোন সংখ্যালঘু নেই। কারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যেকোনো ধর্মের যারা রয়েছে আমরা সকলেই বাংলাদেশী। আমাদের অভিন্ন পরিচয় থাকা উচিত। তাই তাদের নিরাপত্তা প্রদান সকলের কাছে এখন তো গুরুত্বপূর্ণ। বিজিবি ও বিওপি সমুহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারো উপরে কোন ধরনের আঘাত আসে নাই।
এ সময় তিনি পুলিশ প্রশাসনকেও সহযোগিতা দেয়ার কথা বলেছেন। এ সময় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজেপি সদস্যরা উপস্থিত ছিলেন।