১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেনকে বিজিবি'র গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।
শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার গভীর রাতে৷ লালমনিরহাট জেলার বড়খাতা বিজিবি'র একটি টিম সাবেক এমপি মোঃ মোতাহার হোসেনের বাড়ি ঘিরে রাখে। বিজিবি সদস্যরা প্রথমে সাবেক এমপি মোতাহারকে নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে গ্রামবাসী বিজিবি সদস্যদের ঘিরে ফেলে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং মোতাহারকে ছিনিয়ে নেন।
এ বিষয়ে বড়খাতা আওয়ামী লীগ সভাপতি সলিমুদ্দিন সাংবাদিকদের জানান, বিজিবি'র গাড়িতে এমপিকে আনার সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে এক পর্যায়ে বিজিবি চলে যায়।
তবে এ ব্যাপারে বড়খাতা বিজিবি ক্যাম্পের বক্তব্য জানা যায়নি।
এদিকে হাতীবান্ধা থানার কার্যক্রম বন্ধ থাকায় ওসি কথা বলতে রাজি হননি।
মোঃ মোতাহার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য যে, লালমনিরহাট-০১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের আওয়ামী লীগের টানা ২৩বছর ধরে (১ অক্টোবর ২০০১-৬ আগস্ট ২০২৪) সংসদ সদস্য ছিলেন মোতাহার। শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই তিনি নিজ এলাকা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় ছিলেন বলে জানা যায়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.