লালমনিরহাটে শাক-সবজি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা। তবে বর্তমান বাজার ভালো হলেও বাজার কমে যাওয়ার আশংকা করছেন তারা।
বাজারে শাক-সবজির দাম ভালো থাকায় লালমনিরহাটের কৃষকরা এবার সবজি চাষে ঝুঁকে পড়েছেন। নতুন করে জমি তৈরি করে শসা, পাট শাক, লাল শাক, পালংসহ বিভিন্ন জাতের সবজি বীজ রোপণ করেছেন ফলনও হয়েছে বাম্পার।
কৃষি সম্প্রসারণ অফিস জানায়, লালমনিরহাট জেলায় বিভিন্ন শাক-সবিজর আবাদ চলমান রয়েছে।
মোগলহাট ইউনিয়নের কৃষকেরা বলেন, নতুন করে লাল শাক, পাট শাক লাগাইছি দেখা যাচ্ছে ভালো হয়েছে। আসা করা যায় আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।