লালমনিরহাটে “সমম্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তোলা, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস গুলো খুলে দেওয়া এবং হত্যাকান্ডের সাথে জড়িত সবার পদত্যাগের দাবিতে” প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবানে লালমনিরহাটের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লালমনিরহাটের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের পক্ষে হাবিবুর রহমান, রাকিব আল হাসান, মেজবাহ উৎস, নাইম, রোবায়েত তাবাচ্ছুম প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও লালমনিরহাটের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাটের কালেক্টরেট মাঠ থেকে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ সারিবদ্ধ হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বর পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা নানান বিষয়ে শ্লোগান দেন।
প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা অংশ নেয়।
বৃষ্টিকে উপেক্ষা করে এ ঘন্টা ব্যাপি প্রতিবাদ কর্মসূচি চলে।