বিবস্ত্রের শিকার হয়ে লজ্জায় এক কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৪ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে ওই এইচএসসি পরীক্ষার্থীর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম ইসরাত জাহান মৌফি (১৮)। সে স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজের ছাত্রী এবং চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। ঘটনার পর ইসরাতের বাবা আব্দুল মতিন মন্ডল বাদী হয়ে ১২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দাবিতে মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী মৃত শরিয়ত উল্লাহ মন্ডলের ছেলে সুলতান মন্ডল, সিরাজ আলী মন্ডল ও শাহজাহান আলী মন্ডলের পরিবারের সঙ্গে আব্দুল মতিন মন্ডলের পরিবারের দীর্ঘ দিনের ঝগড়া-বিবাদ ছিল। বুধবার সকালে জমি থেকে হাঁস তাড়ানোকে কেন্দ করে এই ঝগড়া নতুন রূপ নেয়। তারা মতিনের বাড়িতে হামলা চালিয়ে মতিনের স্ত্রী, ছেলে ইউসুফ ইয়েম জোয়ান (২১) এবং মেয়ে ইসরাত জাহান মৌফিকে (১৮) মারধর করে। হামলার সময় ময়না, স্বর্ণা ও সাগরিকাসহ কয়েকজন নারী মিলে ইসরাত জাহান মৌফির পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে। গ্রামবাসী আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলেও ইসরাত লজ্জায় বাড়ি থেকে বের হননি। দুপুরের দিকে একা থাকার সুযোগে ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ইসরাতের বাবা আব্দুল মতিন মন্ডল বলেন, আমার মেয়েকে লাঠি দিয়ে পিটিয়েছে, এতে আমার দুঃখ নেই।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.