লালমনিরহাটে আদিতমারীর গোবর্ধন নামক এলাকায় তিস্তা নদী সংলগ্ন চর থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা মরদেহের পরিচয় সনাক্ত হয়েছে।
মরদেহটি পার্শ্ববর্তী দেশ ভারতের সিকিম রাজ্যের প্রাক্তণ শিক্ষা মন্ত্রী এমআর, পাউডায়াল এর (Mr.poudyal) বলে জানা গেছে।
বিষয় নিশ্চত করেছেন লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ উন নবী। তিনি রাতে বিষয়টি নিশ্চিত করে আরও জানান, তার লাশ হস্তান্তরের জন্য এরই মধ্যে মঙ্গলবার (১৬ জুলাই) সাড়ে ১০টায় লালমনিরহাটের বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনে পৌছানো হয়েছে।
থানা ও সংশ্লিষ্ঠ সূত্রগুলো জানায়, সোমবার (১৫ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন চর এলাকায় তিস্তা নদীর পানিতে ভেসে থাকা গলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে আদিতমারী থানা পুলিশ খবর পেয়ে গলিত মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পাশা-পাশি লাশের পরিচয় সনাক্তে তৎপরতা অব্যাহত রাখেন তারা। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহারে ভারতীয় সিকিম রাজ্যের প্রাক্তণ শিক্ষা মন্ত্রীর লাশ পরিচয় মিলে তার। এ ঘটনায় উভয় দেশের মানুষ মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। তবে এটি পানিতে ডুবে মৃত্যু হত্যা না আত্মহত্যা তা এ খবর লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.