লালমনিরহাটে “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার” স্লোগান নিয়ে ঢাকার মিরনজিয়া হরিজন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টায় লালমনিরহাটের গোশালা সোসাইটি চত্ত্বর থেকে মিশন মোড় পর্যন্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট জেলা শাখা ও লালমনিরহাট হরিজন ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার সভাপতি বিপ্লব কুমার রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, লালমনিরহাট হরিজন ঐক্য পরিষদের রাজু বাঁশফোর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট জেলা শাখা ও লালমনিরহাট হরিজন ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিক্ষোভ মিছিলটি লালমনিরহাটের গোশালা সোসাইটি চত্ত্বর থেকে শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্ত্বরে এসে শেষ হয়।