লালমনিরহাটে “অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি”, “ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট” স্লোগান নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ হারুনর রশিদ। বক্তব্য রাখেন মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দীপংকর রায়, রোটারিয়ান ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক শেখ শাহীদুজ্জামান, লালমনিরহাটের সাবেক সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম সরকার, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দেম প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে শ্রেষ্ঠ নির্বাচিত কর্মী/ প্রতিষ্ঠান- পরিবার কল্যাণ সহকারী: মোছাঃ নাজনীন আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা: মোছাঃ রোকছানা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক: মোঃ ফেরদৌস আলী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: মোছাঃ শাহিদা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ কঃ কেন্দ্র: পঞ্চগ্রাম, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: গোকুন্ডা, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ: লালমনিরহাট সদর উপজেলা পরিষদ, শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র: লালমনিরহাট সদর, শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা (ক্লিনিক): আরডিআরএস, শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা (সিবিডি ভিত্তিক): আরডিআরএসকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।